শোনো গো দখিনো হাওয়া

শোনো গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি,

 

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি

লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

 

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি। 

 

মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা

জাগিল মধু লগনেতে বাড়ালো কি আশা

 

মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা

জাগিল মধু লগনেতে বাড়ালো কি আশা

 

উতলা করেছে মোরে, আমারি ভালবাসা, 

 

অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি

শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি, 

 

দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী

বরষাত প্রেম ধারা, শরতের শশী, 

 

দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী

বরষাত প্রেম ধারা, শরতের শশী

 

রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী

হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী

 

 

শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি

লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি..... 


Kumar Dulon Hajong

24 Blog bài viết

Bình luận