❗Red Alert ❗

আগ্রাবাদ সিডিএ আ/এ ও বলিরপাড়ার সবাই সাবধান।

সিডিএ আবাসিক এলাকা মসজিদ থেকে এনাউন্স করা হয়েছে আজ রাতে এলাকায় স্বশস্ত্র ডাকাতি হবার সম্ভাবনা রয়েছে।
সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
কেউ মনোবল হারাবেন না। সবাই সবার সাথে যোগাযোগ রাখুন, সবাই নিজ নিজ এলাকায় সতর্ক থাকুন।
আমার পরিচিত মানুষজন ও স্টুডেন্টদের অনুরোধ করছি সবাই মিলে এদের প্রতিহত করার জন্য।
সবাই একতাবদ্ধ থাকলে আল্লাহ হিফাজত করবেন।
বাসার দারোয়ানদের সতর্ক করে দিন।
আপাতত কয়েকদিন সবাই সতর্ক থাকুন।
ইন শা আল্লাহ কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
আল্লাহ ভরসা ।
আগ্রাবাদ,চট্টগ্রাম

Md Ashaduzzaman

67 博客 帖子

注释