Betrachten
Veranstaltungen
Blog
Markt
Seiten
mehr
বন্ধু শব্দটির সাথে আমাদের মনে অনেক সুন্দর অর্থ ভেসে ওঠে। বন্ধু মানেই শুধু একজন মানুষ নয়, বন্ধুত্ব এক অনন্য সম
১. জীবনে যদি এমন একজন বন্ধু না থাকে যার কাছে সমস্ত কথা বলা যায়, তাহলে তা নেশাগ্রস্ততা বা ওবেসিটির মতোই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ২. করনেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্ট বলছে, বেশিরভাগ মানুষেরই জীবনে সর্বাধিক দু’জন প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থাকে। ৩. হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁ দে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা। ৪. অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়েও ভালো। – হেলেন কিলার ৫. গোপনীয়তা রক্ষা না করে চললে কোনবন্ধুত্ব টিকে না। – চার্লস হেনরি ওয়েব ৬. যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না। যাকে তুমি ঘৃণা করো, তাকে ভয় করে চলো। – বড়পীর হযরত আবদুল কাদের জিলানি (রহ.) ৭. বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। – উইড্রো উইলসন ৮. লোক তার সঙ্গীর স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত। অতএব সে যেন খেয়াল রাখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে। – প্রিয় নবীজি (সা)
54 Blog Beiträge
laden Sie mehr
Sie können die Artikel kaufen, möchten Sie fortfahren?