ঘড়ি
ঘটনা
ব্লগ
বাজার
পাতা
আরও
নতুনভাবে স্বাধীনতা পেয়ে অনেককে অনেক কথা বলেছি।
অনেককে নিয়ে ফেসবুকে লেখালেখি করেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানুষের বিপদের সময় তাকে আরও বিপদে ফেলে দেয়ার মন-মানুষিকতা নিয়ে বড় হইনি। আমার পরিবার আমাকে এমন শিক্ষাও দেয়নি। অনেক নির্যাতিত অবস্থায় ছিলাম, তাই দু-একটা আবেগে হয়ে গেছে। সুতরাং সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যা যারা আমার ওপর হামলা চালিয়েছে, যারা আমার পিছনে গুটি চেলেছে তাদের জন্য আমার আল্লাহ আছেন৷ তিনি তাদের বিচার করবেন। আরেকটি কথা, যদি আমাকে আপনাদের কোনো ধরনের সাহায্য- সহযোগিতায় দরকার হয় তাহলে আমাকে সরাসরি বলবেন। কাউকে বায়া ধরবেন না। ক্ষমতার অপব্যবহার থেকে সবাই বিরত থাকি, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে। সবাইকে ধন্যবাদ..❤️❤️
54 ব্লগ পোস্ট
আর ঢুকাও
আপনি আইটেমগুলি ক্রয় করতে চলেছেন, আপনি কি এগিয়ে যেতে চান?