আমি কখনো মানুষ ভেদে কথা পরিবর্তন করি না

মানুষের অবস্থার পরিবর্তন হলে সবার প্রথমে তার ব্যবহারে পরিবর্তন আসে।

রূপ বদলানো মানুষ, মানুষ ভেদে কথার পরিবর্তন করা মানুষ, আমি বরাবরি আমার জীবন থেকে একদম বাদ দিয়ে দেই, সে যে ই হোক… আমি আমার পরিবারের এমন অনেক সদস্যকে আমার জীবন থেকে আজীবন এর জন্য বাদ দিয়ে দিয়েছি।আমি কখনো মানুষ ভেদে কথা পরিবর্তন করি না, সত্যি বা ন্যায় যেটা সেটা সবসময় অকপটে বলে এসেছি।অন্যায় আমি সহ্য করতে পারিনা।আমি একেক সময় একেক কথা বলার মতো মানুষ না।এবং কোথায় কাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলা উচিৎ সেটাও আলহামদুলিল্লাহ মাথায় রেখে কথা বলার চেষ্টা করি।দুক্ষের বিষয় এরকম গিরগিটির মতো রূপ বদলানো মানুষ এবংদু মুখো সাপের মতো একেক সময় একেক কথা বলার মানুষ আশেপাশে এত দেখছি …. আমি সত্যি ভিষন ক্লান্ত।ভিষন একা অনুভব করি। সত্যিকারের নুন্ন্যতম একটা মনুষ্যত্ববোধ আছে এরকম একটা মানুষ পেলাম না।দুনিয়া এখন রং মহল রঙের মানুষ দিয়ে ভোরে গেছে!!!!!

পোশাক পরিবর্তন করলে কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায় না টুকাই টুকাই থেকে যায় আচরণ এ বুঝা যায়
তুমি কত বড় মানবতার
আমি ভালো কাজ করলে আমার জন্য মানুষ কেনো সমালোচনা করবে অবশ্যই আমি এরকম কিছু করেছি তাই সমালোচনা করে এলকায়।
আমি কারো জন্য হিংসা করি না তবে ওদের জন্য করি যারা অন্যায় করে ও বলে অন্যায় করে নাই
মানুষের অবস্থার পরিবর্তন হলে সবার প্রথমে তার ব্যবহারে পরিবর্তন আসে।অতি অহংকারী হয়ে ওঠে, সম্মান দেওয়া কাকে বলে ভুলে যায়
আমি আগে এ কথা বিশ্বাস করতাম না।আজকে তার প্রমান পেলাম

 


Khadija Akter

38 Blog posts

Comments