রূপ বদলানো মানুষ, মানুষ ভেদে কথার পরিবর্তন করা মানুষ, আমি বরাবরি আমার জীবন থেকে একদম বাদ দিয়ে দেই, সে যে ই হোক… আমি আমার পরিবারের এমন অনেক সদস্যকে আমার জীবন থেকে আজীবন এর জন্য বাদ দিয়ে দিয়েছি।আমি কখনো মানুষ ভেদে কথা পরিবর্তন করি না, সত্যি বা ন্যায় যেটা সেটা সবসময় অকপটে বলে এসেছি।অন্যায় আমি সহ্য করতে পারিনা।আমি একেক সময় একেক কথা বলার মতো মানুষ না।এবং কোথায় কাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলা উচিৎ সেটাও আলহামদুলিল্লাহ মাথায় রেখে কথা বলার চেষ্টা করি।দুক্ষের বিষয় এরকম গিরগিটির মতো রূপ বদলানো মানুষ এবংদু মুখো সাপের মতো একেক সময় একেক কথা বলার মানুষ আশেপাশে এত দেখছি …. আমি সত্যি ভিষন ক্লান্ত।ভিষন একা অনুভব করি। সত্যিকারের নুন্ন্যতম একটা মনুষ্যত্ববোধ আছে এরকম একটা মানুষ পেলাম না।দুনিয়া এখন রং মহল রঙের মানুষ দিয়ে ভোরে গেছে!!!!!