সামাজিক জীবন যাপন

সামাজিক জীবন যাপন বলতে আমরা বুঝি য়ে সমাজে নানা রকম মানুষ বসো বাস করে এবং এক সাথে মিলে মিশে থাকে

সমাজে জীবন যাপন করতে হলে সমাজে র কাওকে খারাপ চোখে দেখা য়াবেনা কারণ সমাজের সবাই হলো মানুষ এবং আসে পাসের মানুষ বা প‌‌‍‍তিবে‍শিদের সাথে কোনো ও নাই বা ওত্যা চার এবং খারাপ কোন আচরণ করা য়াবে না তাদের সাথে সবসময় ভালো বেবহার করতে হবে এবং তাদের কে কোন কষ্ট দেওয়া য়াবেনা কারন মানুষ বলে য়ে অতিথি ঘরের লোকি একি সমাজ বলতে বুঝি আমরা য়ে আশে পাশের মানুষ মিলেই একটি সমাজ এবং আমি ওই সমাজের একজন মানুষ এবং সেই সমাজে আমায় জীবন যাপন করতে হলে তাদের সাথে সবসময় য়োগ দিয়ে বা মিলে মিশে থাকতে হবে তা না হলে সেই সমাজের মানুষ আমায় কোনো জায়গায় দিবে না এবং ইত্যাদি এখুলোই হলো সামাজিক জীবন যাপন।


MD SOHAG KHAN

107 ब्लॉग पदों

टिप्पणियाँ