বস্তু শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঢাকা নবাবগঞ্জ

জাকিপুর জেলায় অধিকাংশ বস্তু কল রয়েছে এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি শিল্প ও জামদানি

বস্তু শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঢাকা নবাবগঞ্জ গাজীপুর জেলাতে অধিকাংশ বস্তুকল রয়েছে এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নয়নের সত্যি সিক্ত ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে এ সময়ে এদেশে তৈরি মুসলিম কাপড় যোগ্য বিখ্যাত ছিল এ দেশের গর্তের ব্যাপক চাহিদা রয়েছে আমদানি করতে হয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হল পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানা লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে প্রতি বছর অনেক বিদেশিক মুদ্রা অর্জন করে কাঁচামাল হিসাবে আমরা যেমন পার রপ্তানি করি তেমন পাট জাত পণ্যও রপ্তানি করি পাট কল গুলো প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনা দৌলতপুর সহ নারী পীর ভর্তি অঞ্চলে অবস্থিত এর উন্নত কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা আমার পা দিয়ে ব্যাগ কাপেট এমনকি বস্তু ও তৈরি করে এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এছাড়াও চামড়া জাত দ্রব্য বেল্ট ব্যাক ইত্যাদি এ দেশ থেকে রপ্তানি করা হয়


Polok1559

22 Блог сообщений

Комментарии