সমাজের শিক্ষা সর্বাস্থা ও ও পরিবেশের উপর অর্ধেক জনসংখ্যা প্রভাব পড়ে

সমাজের শিক্ষা সর্বাস্থা ও ও পরিবেশের উপর অর্ধেক জনসংখ্যা প্রভাব পড়ে সমাজের অগো গতিতে শিক্ষা অর্থ গুরুত্বপূ?

সমাজের শিক্ষা সর্বাস্থা ও ও পরিবেশের উপর অর্ধেক জনসংখ্যা প্রভাব পড়ে সমাজের অগো গতিতে শিক্ষা অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মোট জনসংখ্যা ২৭ পয়েন্ট ৭০ শতাংশ এখানেও অক্ষরজ্ঞানহীন দ্বৈততার কারণে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে ব্যবহার করতে গিয়ে লেখাপড়া শেষ করে ঝরে পড়ে আমাদের দেশে জনসংখ্যার তুলনা চিকিৎসকের সংখ্যা অনেক কম এজন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না স্বাস্থ্যহীনতা কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা আবদার রাখতে পারছে না অতিরিক্ত জনসংখ্যা ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ গাছ পালা কেটে বাড়ি ঘর তৈরি করছে অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই পুকুর নদীর পানি দূষণ হচ্ছে পানি উত্তর নিতে কারণে সামরিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে


Polok1559

22 ब्लॉग पदों

टिप्पणियाँ